বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ : অর্থমন্ত্রী Reviewed by Momizat on . অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ ডলারে উন্নীত করতে সমর্থ হয়েছ অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ ডলারে উন্নীত করতে সমর্থ হয়েছ Rating: 0
You Are Here: Home » অর্থনীতি » ২৫ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ : অর্থমন্ত্রী

২৫ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ : অর্থমন্ত্রী

1491652270অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ ডলারে উন্নীত করতে সমর্থ হয়েছে। আমাদের রয়েছে বর্তমানে ২৫ বিলিয়ন ডলারের ওপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এছাড়া চালু করা হয়েছে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা, দারিদ্রের হার হ্রাসকরণ করা হয়েছে ২৪.৩ শতাংশে।
শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের (৪৬তম ব্যাচ) প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয় উল্লেখ করে মন্ত্রী বলেন,  বর্তমান সরকারের অবদানে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা দেখাতে পেরেছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন এগিয়ে যাওয়ার অর্থনীতি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়া আমাদের একটি বড় স্বপ্ন। আমরা আশা করছি এবার আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭.১৫ শতাংশে উন্নীত হবে। বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি আরো বলেন, বিদ্যুৎ উৎপাদ ক্ষমতা ১৩ হাজার ২৬০ মেগাওয়াটে উন্নীতকরণ,  ৫ কোটি মানুষকে মধ্যবিত্তে উন্নীতকরণ, ভারত ও মায়ানমারের সঙ্গে জলসীমা চুক্তির বিরোধের নিষ্পত্তি, প্রতি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন, মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূলে পাঠ্যপুস্তক বিতরণ, কৃষকদের জন্য কৃষিকার্ড,১৬ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্স-এর ফেলো অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রক্টর প্রমুখ। অনুষ্ঠানে অনুষ্ঠানিকভাবে স্ব স্ব অনুষদের ডীন নবীন শিক্ষার্থীরের বরণ করে নেন। এছাড়া নবীনদের শপথ বাক্য পাঠ করান ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম।

About The Author

Number of Entries : 4058

Leave a Comment

সম্পাদক ও প্রকাশক মো: ইকবাল হোসেন
অফিস: ৯ নং সুরমা মার্কেট,৩য় তলা সিলেট।
ইমেইল-dailychironton@gmail.com
ওয়েব-www.dailychironton.com
মোবাইল-০১৭১৬-৯৬৯৯৭৮

© 2015 Powered By dailychironton.Designed by M.A.Malek

Scroll to top