শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৫ হিজরি, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
“চিরন্তন”র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত Reviewed by Momizat on . ডেইলি চিরন্তন:বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদক ও যৌতুক বিরোধী সাংস্কৃতিক সংগঠন ”চিরন্তন”র তিন দিনব্যাপি ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত হয়। প্রতিষ্ঠা বার্ষি ডেইলি চিরন্তন:বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদক ও যৌতুক বিরোধী সাংস্কৃতিক সংগঠন ”চিরন্তন”র তিন দিনব্যাপি ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত হয়। প্রতিষ্ঠা বার্ষি Rating: 0
You Are Here: Home » চিরন্তন সংবাদ » “চিরন্তন”র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

“চিরন্তন”র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

Ch-1-900x450ডেইলি চিরন্তন:বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদক ও যৌতুক বিরোধী সাংস্কৃতিক সংগঠন ”চিরন্তন”র তিন দিনব্যাপি ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধ্যাঞ্জলী প্রদান আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কেককাটা ও মিষ্টি বিতরনের মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চিরন্তনের সুরমা মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চিরন্তনের প্রতিষ্ঠা সভাপতি ইকবাল হোসেন আফাজের সভাপতিত্বে ও চিরন্তনের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমরেড সিকন্দর আলী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, কবির আহমদ, আব্দুল্লাহ খোকন মর্তুজা শরিফ, বিকাশ দাশ, মোনালিসা শরিফ, লুৎফা বেগম, পংকজ চন্দ, নান্টু শুক্ল বৈদ্য, আজিজুর রহমান খোকন, মামুন আহমদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, মাদক আমাদের দেশে এক ভয়াবহ নেশার বস্তুতে পরিণত হয়েছে। আমাদের দেশে মদ, জুয়া আইনগতভাবে নিষিদ্ধ। নেশাগ্রস্ত মানুষ খুন, আত্মহত্যার মতো জঘন্যতম খারাপ কাজ ঘটায়। মানুষের হাতে এসব নেশা বস্তু আমাদের সমাজেরই উচ্চ শ্রেণী প্রভাবশালী মহলের মাধ্যমে পৌঁছায়।

বক্তারা আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং প্রত্যেকের নিজ নিজ উদ্যোগ থেকে আন্দোলন করে এসব নেশাগ্রস্ত বস্তু যুব সমাজের হাতে পৌঁছানো বন্ধ করতে হবে এবং সকলেকে সচেতন থেকে সব ধরনের মাদকদ্রব্য পরিহার করতে হবে। এ ক্ষেত্রে সোচ্চার ভূমিকা রাখতে পারে দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। সাংবাদিকদের লেখনি বা কলম যুদ্ধের মাধ্যমে সব ধরনের নেশাদ্রব্যের অপকারিতা সম্পর্কে যুব সমাজের কাছে তুলে ধরতে হবে। নেশাগ্রস্ত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করতে হবে, সেই সাথে যৌতুক লোভীদেরও নিজ নিজ উদ্যোগ থেকে সামাজিকভাবে বয়কট করতে হবে।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগিত পরিবেশন করেন দিলদার মো:শাহজাহান,দোলন চোধুরি, কবির আহমদ, বিকাশদাস মর্তুজা শরিফ,ফাতেমা আহমেদ তুলি,মামুন আহমদ,হাসমত আলী সহ চিরন্তনের শিল্পীবৃন্দর।

About The Author

Number of Entries : 4058

Leave a Comment

সম্পাদক ও প্রকাশক মো: ইকবাল হোসেন
অফিস: ৯ নং সুরমা মার্কেট,৩য় তলা সিলেট।
ইমেইল-dailychironton@gmail.com
ওয়েব-www.dailychironton.com
মোবাইল-০১৭১৬-৯৬৯৯৭৮

© 2015 Powered By dailychironton.Designed by M.A.Malek

Scroll to top