এতিম মাদ্রাসা ছাত্রদের সাথে গ্লোবাল সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের ইফতার মাহফিল
ডেইলি চিরন্তন:এতিম মাদ্রাসা ছাত্রদের নিয়ে গ্লোবাল সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৪মে বৃহস্পতিবার নগরীর শাহী ঈদগাহের একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি তাসনুবা সোবহান অনন্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামেয়া দারুল উলুম সিলেটের মুহতামিম মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল কমিটির মহিলা সম্পাদিকা ফারহানা বেগম হেনা, সাংগঠনিক সম্পাদক মুজাক্কির হোসাইন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক চৌধুরী জাকারিয়া পলব, সহ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান খান, দপ্তর সম্পাদক আব্দুলাহ খোকন, সহ দপ্তর সম্পাদক হারুনুর রশীদ টিটু, প্রচার সম্পাদক অনিক খান, সহ প্রচার সম্পার ও প্রকশনা সম্পাদক আলাজুর রহমান, অর্থ সম্পাদক হুজেফা আহমদ উর্মি, পাঠাগার সম্পাদক জান্নাত চৌধুরী মিশু, সমাজসেবা সম্পাদক ফয়সল আহমেদ, মহিলা সম্পাদিকা শেখ ফাতেমা, ক্রীড়া সম্পাদক শাহীন আহমদ সাবুল, ত্রান ও দুর্যোগ সম্পাদক রাজু আহমেদ, সদস্য মামুন আহমেদ, ইদ্রিস আলী,সিলেট জেলার সাধারণ সম্পাদক ইতমিয়াজ কামরান তালুকদার, মামুন আহমদ, গোয়াইনঘাট উপজেলা কমিটির সভাপতি তমিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি সফিউলাহ মাশরুর, জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রনি রাজ, সমাজকর্মী এম বেলাল আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিনুর রশীদ, স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলার সভাপতি আলী আহসান হাবিব এবং দোয়া পরিচালনা করেন জামেয়া দারুল উলম মাদ্রাসার সহকারি শিক্ষক।
এ সংবাদটি এ পর্যন্ত 848 জন পাঠক পড়েছেন