মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
গ্রাসরুটস ও আয়ার মাস্ক ও সাবান বিতরণ Reviewed by Momizat on . গ্রাসরুটস ও আয়ার মাস্ক ও সাবান বিতরণ ডেইলি চিরন্তনঃ করোনা” সচেতনতায় লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) ও এসোসিয়েশন ফর গ্রাসরুটস ও আয়ার মাস্ক ও সাবান বিতরণ ডেইলি চিরন্তনঃ করোনা” সচেতনতায় লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) ও এসোসিয়েশন ফর Rating: 0
You Are Here: Home » জেলার খবর » গ্রাসরুটস ও আয়ার মাস্ক ও সাবান বিতরণ

গ্রাসরুটস ও আয়ার মাস্ক ও সাবান বিতরণ

গ্রাসরুটস ও আয়ার মাস্ক ও সাবান বিতরণ

PicsArt_03-23-09.49.41

ডেইলি চিরন্তনঃ করোনা” সচেতনতায় লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) ও এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট (আয়া)’র নেতৃবৃন্দ। ২৩ মার্চ সোমববার সিলেট নগরীর মধুবন মার্কেটের সামনে সিএনজি স্ট্যান্ডে ও সিএনজ ড্রাইভারদের মধ্যে করোনার প্রতিরোধে সচেতনতা লক্ষ্যে এই কর্মসূচী গ্রহণ করেন তারা।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) ও এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট (আয়া) সংগঠনের পক্ষ বলা হয়, সিলেট শহরে যেভাবে সিএনজি ড্রাইভাররা অসচেতনভাবে মাস্কবিহীন বা সময়ে সময়ে হাত না ধুয়ে জীবন-জীবিকার তাগিদে যেভাবে সিএনজি চালাচ্ছেন এটি বিপদ ডেকে আনতে পারে। কারণ সিএনজি হচ্ছে গণপরিবহণ এখানে কে প্রবাসী কে স্থানীয় তা বুঝা মুশকিল। সময় সময় দেখা যায় ৩জন যাত্রী বহণ ক্ষমতার সিএনজিতে ৫জন আবার ৬জন পেসেঞ্জার নেয় এতে করেও ড্রাইভার যদি কোন কারনে করোনা আক্রান্ত হয়, জ্যামিতিক হারেও বিপদ ডেকে আনতে পারে, এজন্যই সচেতনতার লক্ষ্যে আয়া ও গ্রাসরুটস্ আজকের কার্যক্রম পরিচালনা করেন। কার্যক্রম পরিচালনার সময় আয়ার সভাপতি এম. আহমেদ আলী, গ্রাসরুটস এর সহ সম্পাদক শিবলী বেগম, গ্রাহস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি হিনু বর্মন, গ্রাসরুটস এর আইন উপদেষ্টা এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, কর্মী সুজন দেবনাথ, বাংলাদেশ যুব মৈত্রী মহানগর সম্পাদক আব্দুল্লাহ খোকন সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কিন্তু কোন জনসমাগম না করে ২ জন এর গ্র“প করে সামগ্রী বিতরণ করা হয়। কার্যক্রম শেষে সাউথ এশিয়ান গ্রাসরুটস্ ডেভেলপমেন্ট ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি হিমাংশু মিত্র জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতায় (এসএজিডিএফ) দক্ষিণ এশিয়ার ৮টি দেশে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় রিক্সা চালক, হকার্স, সিএনজি ড্রাইভার, বস্তিবাসীদের মধ্যে প্রচার কার্য এসএজিডিএফ-এর সদস্য সংগঠন আয়া ও গ্রাসরুটস অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি

About The Author

Number of Entries : 4058

Leave a Comment

সম্পাদক ও প্রকাশক মো: ইকবাল হোসেন
অফিস: ৯ নং সুরমা মার্কেট,৩য় তলা সিলেট।
ইমেইল-dailychironton@gmail.com
ওয়েব-www.dailychironton.com
মোবাইল-০১৭১৬-৯৬৯৯৭৮

© 2015 Powered By dailychironton.Designed by M.A.Malek

Scroll to top