রেংগা হাজিগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষথেকে প্রতি বছরের ন্যায় পবিত্র রামাদ্বান উপলক্ষে গত ৮ ই মে শুক্রবার সকাল ১০:৩০ টা হইতে ৮ নং মোগলবাজার ইউনিয়নের হাজিগঞ্জ এলাকার ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের (CNG ড্রাইভার সহ) তালিকাভুক্ত ২৫৪ জন নিম্নমধ্যবৃত্ত ও মধ্যবৃত্ত ব্যক্তিদের নগদ অর্থ উপহার প্রদান করা হয়।
ট্রাস্টের উপ কমিটির সদস্য সমাজকর্মী আব্দুল মোমিন এর পরিচালনায়
সকাল ১০:৩০ ঘটিকার সময় রেংগা হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাটে ৬ ও ৭ নং ওয়ার্ড, দুপুর ১২:০০ ঘটিকার সময় মোহাম্মদপুর এ গফুর সঃ প্রাঃ বিদ্যালয়ের মাটে ৯ নং ওয়ার্ড, দুপুর ২:০০ টায় রেংগা হাজিগঞ্জ বাজার সি এন জি স্টেন্ডে ও বিকাল ২:৩০ শাহাদাতপুর সঃ প্রাঃ বিদ্যালয় মাটে ৮ নং ওয়ার্ডে এ সব নগদ অর্থ উপহার বিতরণ করা হয়।
এ সময় সভাপতিত্ব করেন যথাক্রমে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আতিকুর রহমান আতিক,
হাজিগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব দেলোওয়ার হোসেন, ও
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর পরিচালক জনাব মোঃ কাপ্তান হোসেন।
বক্তব্য রাখেন অত্র ট্রাস্টের ট্রাস্টি ইউ কে প্রবাসী হোসাইন আহমেদ,
ফ্রান্স প্রবাসী আলী আহমেদ জুবের,
সিকন্দর ফাউন্ডেশন এর পরিচালক ফায়েক আহমেদ শিপু,
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সদস্য সুরঞ্জিত চন্দ্র দাস,
শাহাব উদ্দীন শিহাব,
মতিউর রহমান,
মোঃ আজাদ মিয়া,
জাহিদুল ইসলাম, শামীম আহমদ,
শহিদুল ইসলাম,
সামসুল হক ও সুহেল আহমদ মূসা,
সম্মিলিত ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি আরিফ আহমদ,
সমাজকর্মী মঈন চৌধুরী,
সমাজকর্মী শাহীন আহমদ খোকন, ফুলন মিয়া, সহ প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply