চিরন্তন এর ১৯ তম প্রতিষ্টাবার্ষিকি উপলক্ষে মাস্ক বিতরন
চিরন্তন এর ১৯ তম প্রতিষ্টাবার্ষিকি উপলক্ষে মাস্ক বিতরন
ডেইলি চিরন্তনঃ করোনা সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য সিলেট নগরীর সুরমা মার্কেটে,নাগরি চত্বর, সার্কিট হাউজ এর সামন সহ কয়েকটি স্থানে, মাদক যৌতুক বিরোধী ও সাংস্কৃতিক সংগঠন চিরন্তন এর ১৯তম প্রতিষ্টা বার্ষিকি উপলক্ষে মাস্ক বিতরন করাহয়।
এসময় করোনা থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য রাখেন চিরন্তন এর উপদেষ্টা, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গির(এপিপি),চিরন্তন এর সভাপতি মোঃ ইকবাল হোসেন আফাজ,সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ খোকন,সমাজ কর্মি শাকিল আহমদ,চিরন্তনের অর্থ সম্পাদক বিকাশ দাশ,সমাজ কর্মি জাহেদ আহমদ প্রমূখ।
৯মে রবিবার বিকেল ০৩ টা থেকে সিলেট নগরীর সুরমা মার্কেট,নাগরি চত্বর,সার্কিজ হাউজ এর সামন, ঘড়িঘর, সারদা হলের আশপাসে,মাস্ক বিতরণ করা হয়।
এ সংবাদটি এ পর্যন্ত 356 জন পাঠক পড়েছেন