শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
কোপা আমেরিকা: কোন দল কত টাকা পেল Reviewed by Momizat on . কোপা আমেরিকা: কোন দল কত টাকা পেল ডেইলি চিরন্তনঃ দ্বিতীয় ‘মারাকানা ট্র্যাজেডি’দেখল ফুটবলবিশ্ব। প্রথমটি হয়েছিল সেই ১৯৫৪ সালে, যে কারণে নিজেদের জার্সিই বদলে ফেলে ব কোপা আমেরিকা: কোন দল কত টাকা পেল ডেইলি চিরন্তনঃ দ্বিতীয় ‘মারাকানা ট্র্যাজেডি’দেখল ফুটবলবিশ্ব। প্রথমটি হয়েছিল সেই ১৯৫৪ সালে, যে কারণে নিজেদের জার্সিই বদলে ফেলে ব Rating: 0
You Are Here: Home » খেলা » কোপা আমেরিকা: কোন দল কত টাকা পেল

কোপা আমেরিকা: কোন দল কত টাকা পেল

কোপা আমেরিকা: কোন দল কত টাকা পেল

ডেইলি চিরন্তনঃ দ্বিতীয় ‘মারাকানা ট্র্যাজেডি’দেখল ফুটবলবিশ্ব। প্রথমটি হয়েছিল সেই ১৯৫৪ সালে, যে কারণে নিজেদের জার্সিই বদলে ফেলে ব্রাজিল দল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হওয়া সেই বিশ্বকাপে এই মারাকানায় লাখ লাখ ব্রাজিলিয়ানদের সামনে কাপ ছিনিয়ে নেয় উরুগুয়ে।

রোববার কোপা আমেরিকার ফাইনালের শিরোপা জয় বিশ্বকাপের সঙ্গে তুলনা না করা গেলেও মেসি-নেইমারদের জন্য তেমন গুরুত্বপূর্ণই।

দুজনেই চেয়েছিলেন শিরোপা ছুঁয়ে দেশের জন্য কিছু একটা করার। কারণ এ ফাইনালের আগে আন্তর্জাতিক টুর্নামেন্টে দুজনের ঝুলি ছিল শূন্য।

রোববার নেইমারকে হারিয়ে সেই মারাকানা জয় করলেন লিওনেল মেসি।

ব্রাজিলেরই মাটিতে নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। মেসির ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপাটি ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনারও প্রথম শিরোপা!

শিরোপা সব সময় গৌরবের যা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। তবুও ফুটবলপ্রেমীরা উৎসুক জানতে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা কত টাকা পেল? রানার্সআপ হয়ে কত পেল ব্রাজিল? কার কি ব্যক্তিগত অর্জন?

ব্যক্তিগত পুরস্কারের হিসাব

টুর্নামেন্টে সর্বোচ্চ ৪টি গোল করে ও পাঁচটির বেশি এসিস্টের কারণে গোল্ডেন বুট ও বল জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। সাত ম্যাচের চারটিতেই জাল অক্ষত রেখে ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন মার্তিনেজ।

ফাইনালের ম্যাচসেরার পুরস্কারটা পাচ্ছেন ফাইনালের একমাত্র স্কোরার আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। ২২ মিনিটে দি পলের চোখধাঁধানো পাস ধরে গোল করেন ডি মারিয়া।

দলীয় পুরস্কারের হিসাব

শিরোপা জয়ে আর্জেন্টিনা পাচ্ছে ৬৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। রানার্সআপ ব্রাজিল পাচ্ছে ৩৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি।

টুর্নামেন্টে তৃতীয় হওয়া কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা। আর চতুর্থ হয়ে পেরু পেয়েছে ২১ কোটি টাকা।

কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া দলগুলো (ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি) পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা করে।

টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে ব্রাজিল।

About The Author

Number of Entries : 451

Leave a Comment

সম্পাদক ও প্রকাশক মো: ইকবাল হোসেন
অফিস: ৯ নং সুরমা মার্কেট,৩য় তলা সিলেট।
ইমেইল-dailychironton@gmail.com
ওয়েব-www.dailychironton.com
মোবাইল-০১৭১৬-৯৬৯৯৭৮

© 2015 Powered By dailychironton.Designed by M.A.Malek

Scroll to top