শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে Reviewed by Momizat on . চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জাতীয় রাজস্ব বোর্ড  (এনবিআর)। জুলাই ২০১৬ মাসে আয়কর, শুল্ক ও মূসক এ তিনটি খাতে ৯ হাজা চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জাতীয় রাজস্ব বোর্ড  (এনবিআর)। জুলাই ২০১৬ মাসে আয়কর, শুল্ক ও মূসক এ তিনটি খাতে ৯ হাজা Rating: 0
You Are Here: Home » অর্থনীতি » অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

image-33257-1472031400চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জাতীয় রাজস্ব বোর্ড  (এনবিআর)। জুলাই ২০১৬ মাসে আয়কর, শুল্ক ও মূসক এ তিনটি খাতে ৯ হাজার ৫০৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৮ কোটি টাকা বেশি। লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০০.৯২ শতাংশ, যা ২০১৫-২০১৬ অর্থবছরে একইসময়ে রাজস্ব সংগ্রহের  তুলনায় প্রায় ১০ শতাংশ বেশী।

ঊল্লেখ্য, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ৩ হাজার  ১৫২ কোটি টাকা।  জাতীয় রাজস্ব বোর্ড রাষ্ট্রের রাজস্ব ভান্ডারকে শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে সরকারের রাজনৈতিক নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মানিত করদাতাদের সঙ্গে আলোচনা ও অংশীদারিত্বের ভিত্তিতে সকলের সহযোগিতায় ২০১৫-২০১৬ অর্থবছরের র্নিধারিত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৫ হাজার ৫২৮ কোটি টাকা বেশী আদায় করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, রাজস্ব বিভাগে কর্মরত সবাই মিলে কাজ করেছি। সঠিক সময়ে যোগ্য ব্যক্তিকে উপযুক্ত পদে পদায়ন করেছি। চলমান মামলা নিষ্পত্তিতে সন্তোষজনক অগ্রগতি ছিল। বকেয়া আদায়েও বেশ ভালো অগ্রগতি হয়েছে। রাজস্ব সংগ্রহকারী কর্মকর্তাদের অতিরিক্ত পরিশ্রমে অর্থবছরের প্রথম মাসেই  লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৮ কোটি টাকা বেশি রাজস্ব সংগ্রহ সম্ভব হয়েছে বলে জানান তিনি।

About The Author

Number of Entries : 4058

Leave a Comment

সম্পাদক ও প্রকাশক মো: ইকবাল হোসেন
অফিস: ৯ নং সুরমা মার্কেট,৩য় তলা সিলেট।
ইমেইল-dailychironton@gmail.com
ওয়েব-www.dailychironton.com
মোবাইল-০১৭১৬-৯৬৯৯৭৮

© 2015 Powered By dailychironton.Designed by M.A.Malek

Scroll to top