ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেন তাসকিন আহমেদ। তাসকিনের এই হ্যাটট্রিকের দিনে আরেকটি কীর্তি গড়ে দিনটিকে নিজের করে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন তিনি।
ডাম্বুলায় মাঠে নামার আগে সাকিব-মাশরাফি দুজনেরই ২২১টি করে উইকেট ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একটি উইকেট নিয়ে ২২২ উইকেট সংগ্রহ করেন মাশরাফি। যার ফলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে তিনি এখন সবার ওপরে।
শ্রীলঙ্কা ব্যাটসম্যান ধানুষ্কা গুণাথিলাকাকে আউট করে এদিন একটি উইকেট পান মাশরাফি। ১৭১ ওয়ানডে ম্যাচ খেলে এটি তার ২২২তম উইকেট। আর ১৬৮ ম্যাচে সাকিবের উইকেট ২২১টি।
Leave a Reply