এদগার্দো বাউসার চেয়ারে বসছেন কে? সেভিয়া কোচ হোর্হে সাম্পাওলির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা জোরালো। আর্জেন্টাইন চ্যানেল তোদে নতিকিয়াসে এএফএর নতুন সভাপতি ক্লওদিও তাপিয়া সাম্পাওলির নাম না করে জানিয়ে দিয়েছেন, ‘নতুন কোচ করার সিদ্ধান্ত হয়ে গেছে। ’ স্প্যানিশ লা লিগা যেহেতু মে মাসের তৃতীয় সপ্তাহে শেষ হবে, তাই সে সময়ই আনুষ্ঠানিকভাবে সাম্পাওলির নাম ঘোষণা করার কথা এএফএর। সেভিয়া সভাপতি কাস্ত্রো কারমোনাও নিশ্চিত করেছেন, আর্জেন্টিনার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন সাম্পাওলি। তবে লিগ শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি।
এমন সময়েই কিনা সাম্পাওলিকে ‘অযোগ্য’ বললেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার চিরকালীন আবেগের নাম ১৯৮৬ বিশ্বকাপের এই মহানায়ক। তাঁর দৃষ্টিতে বর্তমান আর্জেন্টিনা জাতীয় দলের জন্য সাম্পাওলি সঠিক পছন্দ নন, ‘সাম্পাওলি নতুন কোচ হচ্ছে কি না নিশ্চিত নই আমি। চিলিতে দারুণ করেছে ও। সেভিয়াতেও খারাপ করছে না। কিন্তু আর্জেন্টিনার জন্য ও ভালো পছন্দ কি না জানি না। সাম্পাওলির জন্য এত প্রশংসাও বাড়াবাড়ি। বলা হচ্ছে আর্জেন্টিনা দলটাতে একটা শুদ্ধি অভিযান চালাতে হবে। আমার মনে হয় এটা কোনোভাবে অনুভব করে না সাম্পাওলি। কারণ খেলোয়াদের সঙ্গে ওর তেমন যোগাযোগ নেই। ’
সাম্পাওলি আদর্শ ব্যক্তি না হলে কাকে পছন্দ ম্যারাডোনার? সরাসরি নিজের নাম অবশ্য বললেন না আর্জেন্টাইন কিংবদন্তি, তবে ঘুরিয়ে জানালেন জাতীয় দলের কোচিংয়ে ফেরার ইচ্ছা আছে তাঁর, ‘আমি একজন আর্জেন্টাইন আর মরবও আর্জেন্টাইন হিসেবে। আমাকে কোচ করতে হবে এমন কিছু বলছি না। তবে ইচ্ছা আছে কোচিংয়ে ফেরার। ভেতরের কোচ সত্তাটা মরে যায়নি। সবুজ মাঠের ঘ্রাণ এখনো সুন্দরী নারীর ঘ্রাণের মতো আকর্ষণীয় আমার কাছে। ’ ম্যারাডোনোর সমালোচনার অবশ্য কড়া জবাব দেননি সাম্পাওলি, ‘আমার কিছু বলার নেই। ভবিষ্যৎ নিয়ে না ভেবে সেভিয়ার বর্তমান নিয়ে বেশি মনোযোগী আমি। কারণ লিগের গুরুত্বপূর্ণ সময় চলছে এখন। ’
২০১০ বিশ্বকাপ বাছাই পর্বে একটা সময় কোণঠাসা ছিল আর্জেন্টিনা। ম্যারাডোনা কোচ হওয়ার পর সেবার লাতিন অঞ্চলের চতুর্থ দল হয়ে বিশ্বকাপ নিশ্চিত করে দুইবারের চ্যাম্পিয়নরা। তবে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। এরপর সংযুক্ত আরব আমিরাতের আল ওয়াসল ক্লাবের কোচ ছিলেন এক বছর। এখন তিনি ফিফার বিশেষ দূত।
সহকারী রেফারিকে গালাগাল করে লিওনেল মেসির চার ম্যাচ নিষিদ্ধ হওয়ার পেছনে কলকাঠি নাড়ার গুজবও রটেছিল তাঁর বিপক্ষে। সেটা মাটিচাপা দিতেই কি জাতীয় দলে কোচ হওয়ার ইচ্ছাটা জানিয়ে রাখলেন ম্যারাডোনা? মার্কা
Leave a Reply