বাজে ফিল্ডিংয়ের পরও দারুণ বোলিংয়ে লক্ষ্য ছিল হাতের নাগালে। তামিম ইকবাল-সাব্বির রহমানের দারুণ ব্যাটিংয়ে সেটা হয়ে গিয়েছিল আরও সহজ। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর আবারও ত্রাতা মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ। তাদের অবিচ্ছিন্ন জুটিতে দেশের বাইরে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।
৫ উইকেটের জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করা বাংলাদেশ প্রথমবারের মতো উঠেছে আইসিসি ওয়ানডে র্যাংঙ্কিংয়ের ছয় নম্বরে। পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে।
অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৭২ রানের জুটিতে ১০ বল হতে রেখে দলের জয় নিশ্চিত করেন মুশফিক-মাহমুদউল্লাহ। ৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। ৩৬ বলে ৪৬ রানে মাহমুদউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৭০/৮ (ল্যাথাম ৮৪, রনকি ২, ব্রুম ৬৩, টেইলর ৬০*, অ্যান্ডারসন ২৪, নিশাম ৬, স্যান্টনার ০, মানরো ১, হেনরি ৫, প্যাটেল ৭*; মাশরাফি ২/৫২, মুস্তাফিজ ১/৪৬, রুবেল ১/৫৬, নাসির ২/৪৭, সাকিব ২/৪১, মোসাদ্দেক ০/১৪)
বাংলাদেশ: ৪৮.২ ওভারে ২৭১/৫ (তামিম ৬৫, সৌম্য ০, সাব্বির ৬৫, মোসাদ্দেক ১০, মুশফিক ৪৫*, সাকিব ১৯, মাহমুদউল্লাহ ৪৬*; প্যাটেল ২/৫৫, হেনরি ০/৪৯, বেনেট ১/৪৭, অ্যান্ডারসন ০/৩৭, স্যান্টনার ১/৫৩, নিশাম ০/২৮)
Leave a Reply