বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবার অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানেই হবে উদ্বোধনী ম্যাচ। এ নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ। টিকিট পেতে মরিয়া হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে টিকিট নিয়ে শুরু হয়েছে লুকোচুরি। সোমবার রাতে শেষ মুহূর্তে জানা গেছে, ব্যাংকেও মিলবে না টিকিট। কেবল জেলা স্টেডিয়ামের সামনেই মিলবে টিকিট। মঙ্গলবার সকাল ১০টা থেকে তিনটা পর্যন্ত জেলা স্টেডিয়ামের সামনের চারটি বুথে বিক্রি হয় টিকিট। অথচ সোমবার মধ্যরাত থেকেই জেলা স্টেডিয়ামের সামনে ভিড় জমান শতশত ক্রিকেটপ্রেমী। এদিকে দুপুরে টিকিট সংগ্রহকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন আহত হন। বিকেল তিনটার দিকে টিকিট বিক্রি বন্ধ করে দেয়ার পরও সংগ্রহকারীদের সেখানে অবস্থান করতে দেখা গেছে। জানা গেছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আসন সংখ্যা ১৮ হাজার। কিন্তু টিকিট প্রত্যাশীদের সংখ্যা কয়েকগুণ বেশি। যে কারণে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। সিলেটে দুই হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। এছাড়া ক্লাব হাউজ ৫০০ টাকা, গ্রিন হিল এরিয়া ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকায় পাওয়া যাবে। সিলেট ছাড়াও অপর দুই ভেন্যু ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এবারই প্রথম ঢাকার বাইরে বিপিএল উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে।
Leave a Reply