জমে উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। দ্বিতীয় দিনে টান টান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চার উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্স। আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের তৃতীয় ম্যাচে টস হেরে সিলেটকে ১৪৬ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। নিজেরদের প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও শুভ সূচনা করেন সিলেটের ওপেনার উপল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। দলীয় ৭৩ রানে ও ব্যক্তিগত ৩৬ রানে ফেরেন ফ্লেচার। মাত্র তিন রান করে আউট হন সাব্বির রহমান। এরপর প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও হাফসেঞ্চুরি তুলে নেন থারাঙ্গা। ৫১ রান করে ফেরেন তিনি। দলীয় ১১৮ রানের সময় অধিনায়ক নাসির আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে শুভাগত হোম ৭ আর রস হুইটলি ১০ রান করে দ্রুত ফিরে যান। শেষ ওভারে ব্যাট করতে নেমে ৩ বলে ১১ রান করে অপরাজিত থেকে দলকে উদ্ধার করেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এসময় ১ বলে ১ রান করে লিয়াম প্লাঙ্কেট অপরাজিত ছিলেন। কুমিল্লার তিন জন বিদেশি বোলার পেয়েছেন উইকেট এর মধ্যে দুটি উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো। আর একটি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও মোহাম্মদ নবী। এর আগে কুমিল্লার ওপেনার লিটস দাস ও ইমরুল কায়েস ৩৬ রানের পার্টনারশিপ গড়েন ইনিংস সূচনা করেন। পরে লিটন দাস ও জস বাটলার দ্রুত মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েল আর অলোক কাপালি দলকে এগিয়ে নিলে ছয় উইকেটে ১৪৫ রান করতে সক্ষম হয় তারা। সিলেটের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ক্রিসমার সান্টোকি ও তাইজুল ইসলাম আর একটি উইকেট নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। সিলেট সিক্সার্স উপল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, সাব্বি
রহমান, রস হুইটলি, নাসির হোসেন (অধিনায়ক), শুভাগত হোম, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট ও ক্রিসমার সান্টোকি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইমরুল কায়েস, লিটন দাস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, রশিদ খান, আরাফাত সানি, আল আমিন হোসেন।
সংক্ষিপ্ত স্কোর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৪৫/৬ (২০) সিলেট সিক্সার্স ১৪৮/৬ (১৯.৫) ফলাফল: সিলেট ৪ উইকেটে জয়ী প্লেয়ার অব দ্য ম্যাচ: উপল থারাঙ্গা ওয়াই/এএ সিলেটের অধিনায়ক নাসিরকে সতর্ক করলো বিসিবি
Leave a Reply