দেখেতে দেখতে চূড়ান্ত হয়ে গেলো রাশিয়া বিশ্বকাপের ৩২ দল। এখন ড্রয়ের অপেক্ষায় দলগুলো। রাশিয়া বিশ্বকাপে শেষ দল হিসেবে আজ বৃহস্পতিবার জায়গা করে নিল পেরু। এদিন তারা নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারায়। এর আগে বিশ্বকাপের ৩১তম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছে পেরু। অন্যদিকে ১৯৮২ সালের পর ২০১০ বিশ্বকাপে খেলেছিল নিউজিল্যান্ড। এদিকে ৩৫ বছর পর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করায় একদিনের ছুটি ঘোষণা করেছেন পেরুর প্রেসিডেন্ট। তবে রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ৬০ বছর পর এবার মাঠে দেখা যাবে না ঐতিহ্যবাহী নীল রংয়ের জার্সি পরিহিত ইতালিকে। নীল জার্সি ছাড়া যেন বিশ্বকাপটাই বেদনায় নীল হয়ে গিয়েছে। ‘অঘটনের বিশ্বকাপ’তাহলে এখনই নাম দিয়ে দেয়া যায় এবারের বিশ্বকাপ আসরকে। শঙ্কা ছিল বিশ্বসেরা দুই তারকা ফুটবলারের দেশ লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে নিয়ে। তবে মূল বাছাই পর্বের একেবারে শেষ ম্যাচে এসে নিজ নিজ দেশকে সরাসরি বিশ্বকাপে তোলার কৃতিত্ব দেখান মেসি এবং রোনালদো দুইজনই। অপর বিশ্বসেরা নেইমারের দেশ তো স্বাগতিক রাশিয়া ছাড়া সবার আগেই বিশ্বকাপে নাম লেখায়। এবারের বিশ্বকাপে নতুন হিসেবে খেলছে দুটি দেশ। কনকাকাফ অঞ্চল থেকে নাম লিখিয়েছে পানামা এবং ইউরোপ থেকে আইসল্যান্ড। কনকাকাফের জায়ান্ট যুক্তরাষ্ট্র এবার নেই বিশ্বকাপে। ইতালির মত বিশ্বকাপ খেলার আগেই বিদায় নিয়েছে ফুটবল পরাশক্তি নেদারল্যান্ডস। নেই টানা দুইবারের কোপা আমেরিকা জয়ী চিলি।
আফ্রিকা অঞ্চলের ৫৩ দলের ১২৭ ম্যাচ আর ৩১৫ গোলের লড়াইয়ে পাঁচটি দেশ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। দলগুলো হলো- মিশর, মরোক্কো, নাইজেরিয়া, সেনেগাল আর তিউনিশিয়া। এশিয়া অঞ্চলের ৪৬ দলের লড়াইয়ে অনুষ্ঠিত হয় ২২৬টি ম্যাচ। যেখানে গোলের সংখ্যা ৬৬৫। এই অঞ্চল থেকে উঠেছে পাঁচটি দেশ। এশিয়ার দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব। এদিকে, রাশিয়ার টিকিট কাটতে ইউরোপ থেকে অংশ নেয় ৫৪ দল। ২৭৮ ম্যাচ আর ৮০৭ গোলের দেখা পাওয়া এই অঞ্চল থেকে উঠেছে সর্বোচ্চ ১৪টি দেশ। ইউরোপের দেশগুলো হলো: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে অটোমেটিক চয়েজে ছিল। নর্থ, সেন্ট্রাল এবং ক্যারিবীয়ান অঞ্চল থেকে ৩৫ দলের লড়াইয়ে রাশিয়ার টিকিট পায় তিনটি দেশ। ১১২ ম্যাচ আর ৩১৯ গোলের এই অঞ্চল থেকে উঠেছে কোস্টারিকা, মেক্সিকো এবং পানামা। ১১ দেশের, ৩৫ ম্যাচ আর ১০৬ গোলের লড়াইয়ের পর ওশেয়ানিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ডের সুযোগ ছিল রাশিয়া বিশ্বকাপে যাওয়া। তবে, পেরুর বিপক্ষে কিউইরা হেরে গেলে এই অঞ্চল থেকে কোনো দেশ খেলছে না ২০১৮ বিশ্বকাপের মেগা ইভেন্টে। এছাড়া, ১০ দলের, ৯০ ম্যাচের আর ২৪২ গোলের জমে ওঠা লড়াইয়ে দক্ষিণ আমেরিকা থেকে উঠেছে পাঁচটি দেশ। সবশেষ উঠেছে পেরু। এর আগে অন্য চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। পেরু ছাড়া বাকি চারটি দেশ হলো ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং উরুগুয়ে। আগামী ১ ডিসেম্বর আয়োজক রাশিয়ার মস্কোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ৩২ দলের ড্র অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এই ৩২ দলকে নিয়ে চারটি গ্রুপ বা পট সাজানো হয়েছে। প্রতিটি পটে থাকবে ৮টি করে দল। প্রতিটি প্লট থেকে একটি করে দল নিয়ে গড়া হবে ৮টি গ্রুপ। তবে কোন প্লটে কোন দল, সেটা এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে। এক নজরে দেখে নিই কোন প্লটে কোন দল থাকবে: ১ নম্বর পট :
রাশিয়া (স্বাগতিক), জার্মানি (১), ব্রাজিল (২), পর্তুগাল (৩), আর্জেন্টিনা (৪), বেলজিয়াম (৫), পোল্যান্ড (৬) ও ফ্রান্স (৭)। ২ নম্বর পট :
স্পেন (৮), পেরু (১০), সুইজারল্যান্ড (১১), ইংল্যান্ড (১২), কলম্বিয়া (১৩), মেক্সিকো (১৬), উরুগুয়ে (১৭) ও ক্রোয়েশিয়া (১৮)। ৩ নম্বর পট :
ডেনমার্ক (১৯), আইসল্যান্ড (২১), কোস্টারিকা (২২), সুইডেন (২৫), তিউনিসিয়া (২৮), মিশর (৩০), সেনেগাল (৩২) ও ইরান (৩৪)। ৪ নম্বর পট :
সার্বিয়া (৩৮), নাইজেরিয়া (৪১), অস্ট্রেলিয়া (৪৩), জাপান (৪৪), মরক্কো (৪৮), পানামা (৪৯), দক্ষিণ কোরিয়া (৬২) ও সৌদি আরব (৬৩)।
Leave a Reply