দারুণ একটা বছর পার করলেন সাকিব আল হাসান। সারা বছরই তিনি তিন ফরমেটের অলরাউন্ডার ফরম্যাটে শীর্ষ স্থান ধরে রেখেছিলেন।
আর এর ফলটাও পেলেন এই টাইগার তারকা। বছর শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিলেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট ক্রিকেট ডটকম ডট এইউ ২০১৭ সালে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির পারফরম্যান্স বিবেচনায় এই একাদশ নির্বাচন করেছে।
একাদশে তিন জন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের। দুই জন করে রয়েছেন পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ ও আফগানিস্তানের রয়েছেন এক জন করে। এতে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের কেউ সুযোগ পায়নি।
বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে যারা জায়গা করে নিলেন-
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), লুক রনকি (নিউজিল্যান্ড) (উইকেটকিপার), সাকিব আল হাসান (বাংলাদেশ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ আমির (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান)।
Leave a Reply