ডেইলি চিরন্তন:আইসিসির অলরাউন্ড র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ৩৫৩ রেটিং পয়েন্টে নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ড র্যাংকিংয়ে ঘোষিত তালিকায় যথারীতি শীর্ষেই থাকলেন এই বাংলাদেশি স্পিনার। এছাড়া তালিকার সাত নম্বরে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
অন্যদিকে, সেরা ব্যাটসম্যানের জায়গাটা পেয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং শীর্ষ বোলারের নামটা নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ২০ ওভারের ক্রিকেটের সেরা দলটা পাকিস্তান।
কিউইদের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন বাবর আজম। আর সিরিজ শেষ হতেই হাতেনাতে পেয়ে গেলেন পুরস্কার। অ্যারন ফিঞ্চ আর বিরাট কোহলিকে টপকে ৭৮৬ রেটিং পয়েন্টে টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান হয়ে গেলেন ডানহাতি এই পাকিস্তানি ব্যাটসম্যান।
বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান রয়েছেন ৮ নম্বরে। বোলিং র্যাংকিংয়ে দশম অবস্থানে জায়গা করে নিয়েছেন সাকিব।
সেরা ১০ টি-টোয়েন্টি অলরাউন্ডার
১. সাকিব আল হাসান
২. গ্লেন ম্যাক্সওয়েল
৩. মোহাম্মদ নবি
৪. মারলন স্যামুয়েলস
৫. জেপি ডুমিনি
৬. পিটার বোরেন
৭. মাহমুদউল্লাহ
৮. পল স্টার্লিং
৯. সামিউল্লাহ শেনওয়ারি
১০. থিসারা পেরেরা
Leave a Reply