২০ বছর আগে ফ্রান্স প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল৷ একঝাঁক তারকাসমৃদ্ধ ফ্রান্স এবারও শিরোপা জেতার অন্যতম প্রধান দাবিদার৷ সমর্থকরা অন্তত সেমিফাইনাল আশা করছেন৷
১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অধিনায়ক ছিলেন আজকের ফ্রান্স কোচ দিদিয়ে দেশঁ৷ ছয়বছর ধরে তিনি দলের দায়িত্বে আছেন৷ তাঁর নেতৃত্বে ফ্রান্স ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে রানারআপ হয়েছিল৷
দল নির্বাচন করতে গিয়ে দিদিয়ে দেশঁ যে ধরনের সমস্যায় পড়বেন, তেমন সমস্যায় পড়তে চাইবেন অন্য যে কোনো দেশের কোচও৷ কারণ কাকে বাদ রেখে, কাকে সেরা এগারোতে রাখবেন, তা দেশঁর মাথাব্যাথার কারণ হতে পারে৷
ফ্রান্স দলে তারকাদের ছড়াছড়ির কারণে দেশটির সমর্থকদের প্রত্যাশা, তাদের দল অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাবে৷
তবে তার আগে ‘গ্রুপ সি’ পেরোতে হবে ফ্রান্সকে৷ অপেক্ষাকৃত সহজই হতে পারে তা৷ একমাত্র ডেনমার্কই কিছুটা হুমকি মনে হতে পারে৷ বাকি দুই দল হচ্ছে অস্ট্রেলিয়া ও পেরু৷
Leave a Reply