রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের কাছে হারের পর এই ঘোষণা দিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। শনিবার কাজান অ্যারেনায় শেষ ষোলোয় ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আর্জেন্টিনা।
২০১১ সালে অভিষেকের পর বিগলিয়া জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৫৮ ম্যাচ। অবশ্য ফ্রান্সের বিপক্ষে দলের শেষ ম্যাচে মাঠে নামা হয়নি এসি মিলান মিডফিল্ডারের।
ফক্স স্পোর্টসকে বিগলিয়া বলেন, “এটাই ফুটবল। আমরা অনেক কষ্ট নিয়ে বিদায় নিলাম। আমাদের কয়েকজনের জন্য এটা পথের শেষ। আমি আশা করি, আমাদের উত্তরসূরিরা কম চাপে খেলতে পারবে এবং আর্জেন্টিনা যেখানে থাকার যোগ্য সেখানে নিতে পারবে।”
“নিজের প্রতি সৎ থেকে আমার সরে যাওয়ার এটাই সময়। আমাদের প্রতিভাবান নতুন প্রজন্ম আছে এবং এটা তাদের দায়িত্ব বুঝে নেওয়ার সময়।”
Leave a Reply