অমর একুশে ফেব্রæয়ারী উপলক্ষে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা গতকাল শনিবার নগরীর ৯নং সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন গণদাবী পরিষদ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলা এমপি সৈয়দা জেবুন্নেছা হক, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা মৃণাল চৌধুরী, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, এডভোকেট আব্দুল ওয়াদুদ, সৈয়ীদ আহমদ বহলুল, মাধুরী গুণ, ইকবাল হোসেন আফাজ, আনিস আশরাফ, আব্দুল্লাহ খোকন, এস এম মাসুম প্রমুখ।
কেন্দ্রিয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা মৃণাল চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রিয় সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় আলোচনায় অংশ নেন এডভোকেট আব্দুল ওয়াদুদ, খলিলুর রহমান ফারুক, আনিস আশরাফ, ডা. তখলিছ আলী, রাজিউল ইসলাম তালুকদার রাজু, ইকবাল হোসেন আফাজ, এস এম মাসুম, আবুল কাসেম হেলাল তাফাদার, দপ্তর সম্পাদক আব্দুল মুমিন লাহিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান খান, আব্দুল কাদির সেবুল, শামসুল আলম খান, মুহিবুল ইসলাম, পারভেজ আহমদ সাগর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার জোরদাবী জানান। বিশেষ করে আদালতের দেওয়ান ও ফৌজদারী মামলার রায় বাংলা ভাষায় প্রকাশের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্দেশ প্রদানের জোরদাবী জানান।
Leave a Reply