ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা গতকাল শনিবার নগরীর ৯নং সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রিয় সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় আলোচনায় সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস জোগায়, মানুষকে প্রতিবাদী করতে শেখায়। সভায় বক্তারা জাতিরজনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই দিনে প্রত্যেক স্কুল কলেজে ঐ ভাষণের উপর আলোচনা করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জন্য সরকারের প্রতি জোরদাবী জানান।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট এম এ ওয়াদুদ, মারিয়ান চৌধুরী মাম্মী, হেলাল আহমদ, এডভোকেট মামুনুর রশীদ, নজরুল ইসলাম চুনু, এডভোকেট রহমত এলাহী চৌধুরী রাজ, নাজমা বেগম, মিরানা বেগম, পারভেজ হাসান সাগর প্রমুখ।
Leave a Reply