ডেইলি চিরন্তনঃ আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ইন্টারনেট সেবা ‘এক দেশ এক রেট’ চালু হবে। পুরোদেশে একই দামে ব্রডব্যান্ডের ইন্টারনেট পাওয়া যাবে। শহর গ্রাম সব জায়গায়ই এক রেট নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য সব আইএসপি এবং বেসরকারি এনটিটিএন ও আইআইজি ট্যারিফের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানান, আজ ট্যারিফের উদ্বোধন করা হলো। এ সেবা আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু হবে।
অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে পাঁচ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস এক হাজার ২০০ টাকায় পাওয়া যাবে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ সেবা নিশ্চিত করবে।
Leave a Reply