ডেইলি চিরন্তনঃ সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।
কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপুটে জয়ে ব্যাটে-বলে পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সাকিব।
বুধবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের ম্যাচে দুই উইকেটের পাশাপাশি দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন সাকিব।
এ দিন ম্যাচ সেরা হওয়ার মধ্য দিয়ে সাকিব ছাড়িয়ে যান শ্রীলংকার দুই কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনকে। ছাড়িয়ে যান পাকিস্তানের এ সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজম ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনকে।
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮৫ ম্যাচে এ নিয়ে ৭ বার ম্যাচ সেরা হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে এতদিন ছয়টি ম্যাচ সেরার পুরস্কার নিয়ে জস বাটলার, তিলকরত্নে দিলশান, মারলন স্যামুয়েলস, বাবর আজম, মাহেলা জয়াবর্ধনে, শাদাব খান, কেভিন পিটারসেন, সনাথ জয়সুরিয়া ও ডেভিড মালানের পাশে ছিলেন সাকিব।
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ায় মধ্য দিয়ে বাবর, পিটারসেন, জয়সুরিয়ার মতো তারকাকে ছাড়িয়ে যান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব।
ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ ১৩ বার ম্যাচ সেরা হন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার ম্যাচ সেরা হন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
Leave a Reply