মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০১৫ ঘোষণা করা হয়েছে। গত ২রা নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন মাদার তেরেসা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান গোলাম কাদের। এ বছর যারা পদক পাবেন তারা হলেন- ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু (ভাষা আন্দোলন), নাসিমা বেগম (প্রশাসন), মানবতাবাদী ব্যাংকার এস কে সুর চৌধুরী (ব্যাংকিং), অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও ড. বিকিরণ বড়ুয়া (শিক্ষায়), প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া (মুক্তিযোদ্ধা), ড. মো. আবদুল মজিদ (মানবসেবায়), শিল্পী আফরোজা জামিল কঙ্কা (চারুকলা), মাহবুবা চৌধুরী ও শামীম আরা স্মৃতি (সাহিত্যে), ড. রতন সিদ্দিকী (নাট্যকলায়), মো. কবি অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন (কবিতা), মো. আজহারুল ইসলাম (গবেষণায়), ডা. উত্তম কুমার বড়ুয়া (চিকিৎসা সেবায়), মো. আজিজুল ইসলাম (শিল্প ও বাণিজ্যে)। মাদার তেরেসা রিসার্চ সেন্টার মহীয়সী মাদার তেরেসাকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য অন্যান্য কার্যক্রমের সঙ্গে তার নামে এ অ্যাওয়ার্ডের প্রচলন করেছে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করা হবে।
Leave a Reply