হালের জনপ্রিয় মডেল কাম উপস্থাপকদের মধ্যে আমব্রিন আন্যতম একজন। মডেলিং ও অভিনয়ের মাধ্যমে দর্শক পরিচিতি পেলেও বর্তমান সময়ে উপস্থাপনায় বেশি মনযোগী তিনি। টিভি চ্যানেলগুলোতে অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি এ মুহূর্তে বিপিএল এর মতো বড় একটি আসরের উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন । এখানে স্টুডিওর সঙ্গে সঙ্গে মাঠেও উপস্থাপনায় দেখা যাচ্ছে তাকে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন আমব্রিন। তার সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া
বিপিএল-এর উপস্থাপনা করছেন। কেমন লাগছে?
খুবই ভালো লাগছে। এটা আমার ক্যারিয়ারের অন্যতম ও স্মরণীয় একটি অধ্যায় বলবো। সত্যিই খুব এনজয় করছি। অনেক অনুষ্ঠান সঞ্চালনা করেছি। কিন্তু এ ধরনের কাজ আগে কখনোই করা হয়নি। উদ্বোধনী দিন থেকে খুবই ভয় কাজ করছিল। তবে এখন অনেকটা সহজ লাগছে। ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। তবুও মাঝে মধ্যে ভয়ের মধ্যে থাকি। কোথাও কোন ভুল হচ্ছে কিনা এসব নিয়ে চিন্তিত হয়ে পড়ি। শুধু তাই নয়, প্রতিদিন মনে হয় এসএসসি পরীক্ষা দিচ্ছি। সেজন্য প্রস্তুতিও নিতে হচ্ছে। রাতে বাসায় ফিরে অনেক স্টাডি করতে হয়। পরদিনের সব কাজ কিভাবে কি করবো সেসব নিয়ে আগাম প্রিপারেশন নিতে হচ্ছে। তবে সবমিলিয়ে বলবো বিপিএল আমার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা। যা আমার জীবনে এর আগে কখনো হয়নি।
বিপিএল-এর কাজটির সঙ্গে জড়ালেন কিভাবে?
আসলে বিষয়টি আমাকে এখনও অবাক করে। কিছুদিন আগে চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান ভাইয়ের সঙ্গে কাজ নিয়ে কথা হচ্ছিল। কিন্তু বিপিএল-এর বিষয়ে নয়। এর তিনদিন পর ফোন দিয়ে তিনি জানালেন আমাকে বিপিএল এর জন্য সিলেক্ট করা হয়েছে। এখানে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব আমাকেই নিতে হবে। বিষয়টি জানার পর আনন্দে লাফিয়ে উঠি। সেসঙ্গে খানিকটা অবাকও হই। এতবড় একটি আয়োজনের দায়িত্ব নেয়া তো চাট্টিখানি কথা নয়। অবশেষে ওপেনিং অনুষ্ঠান থেকে শুরু করে এখন পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করছি।
দর্শক সাড়া কেমন পাচ্ছেন?
দর্শক থেকে প্রচুর সাড়া পাচ্ছি। সামাজিক যোগাযোগের মাধ্যমে স্টেডিয়ামে তোলা ছবিগুলো নিয়মিত পোস্ট করছি। সেগুলোর দিকে তাকালেই বুঝতে পারি আমার দর্শক সাড়াটা কেমন।
এছাড়া উপস্থাপনায় অন্য ব্যস্ততা কি?
দেশটিভিতে ‘সিনেমা এক্সপ্রেস’, এনটিভির ‘উদ্দীপন’ ও আরটিভির ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানগুলোর সঞ্চালনা করছি। তবে আরটিভির অনুষ্ঠানটি এ মুহূর্তে বন্ধ আছে। বিপিএল শেষ হলে আবার কাজ শুরু করবো।
নাটকের কাজ কি করছেন?
সিরিয়ালের কাজ করছি। ‘নীড় খোঁজে গাঙচিল’, ও ‘আয়নাঘর’ ধারাবাহিক দুটোর কাজ করছি। আর সম্প্রতি বান্দরবানে একটি শুটিং শেষ করে এলাম। এটি পরিচালনা করছেন অরণ্য আনোয়ার। তবে নাটকটির নাম এখনও ঠিক হয়নি। আর খ- নাটকেরও কাজ করছি।
উপস্থাপনা ও অভিনয়-এ দুইয়ের মধ্যে বেশি ভালোলাগার জায়গা কোনটি?
নিঃসন্দেহে বলবো উপস্থাপনা। এটি আমার শুধু ভালোলাগা নয়। ভালোবাসাও বলতে পারেন। আর অভিনয়টাও ভালো লাগে। আসলে উপস্থাপনা হলো যেটা বাস্তবের আমি। আমিটাকে টিভিপর্দায় দর্শক দেখতে পান। আর অভিনয় হলো যেটা আমি নই।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে এসে মিডিয়ায় কাজ করছেন। প্রাপ্তি কতটুকু?
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা আমার জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম ছিল। সেখানে শীর্ষ দশ-এ অবস্থান করে এখন মিডিয়ায় নিয়মিত কাজ করছি। সত্যিই ওই প্ল্যাফর্মটির কাছে আমি অনেক কৃতজ্ঞ। আজ আমার অবস্থানের পেছনে এর অবদানের কথা অস্বীকার করা যাবে না। তবে আমি আজকের আমব্রিন হতে পেরেছি কিংবা আজ আমার যা অর্জন তার পেছনে আমি অনেক শ্রম দিয়েছি। প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে নিয়মিত কাজের পাশাপাশি অনেক শেখা হয়েছে। অনেক জানাও হয়েছে। প্রতিনিয়ত ভালো কাজটা উপহার দেয়ার জন্য নিজেকে রাতে দিনে তৈরি করেছি। সবমিলিয়ে বলবো এই ৮ বছর মিডিয়া ক্যারিয়ারে অনেক পেয়েছি। তবে এখানেই শেষ নয়। আমাকে অনেক দূর যেতে হবে। সেজন্য আরও পরিশ্রম করতে হবে।
মিডিয়ায় আসার পেছনে কার অবদান রয়েছে?
আমার পরিবারের। বিশেষত মা আর ভাইয়ের সাহায্য ছিল। তাদের কারণেই এখন মিডিয়াতে কাজ করতে পারছি।
ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা ইচ্ছা কি?
আসলে আমাদের দেশ থেকে তেমন কাউকে বিশ্বমাধ্যমে উপস্থাপনায় সুনাম অর্জন করতে দেখা যায়নি। সে জায়গা থেকে আমি সে চেষ্টায় থাকবো। আইপিএল কিংবা বিশ্বের অন্য বড় বড় আয়োজনে হোস্ট হিসেবে নিজেকে দেখতে চাই।
চলচ্চিত্র নিয়ে কোন ভাবনা আছে?
আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই। তবে সেটা ভালো গল্প ও চরিত্রের হতে হবে। আর আমার ইমেজের সঙ্গে যায় সে ধরনের ছবিতে কাজ করার ইচ্ছা আছে।
বিয়ে করছেন কবে?
এখনই কোন পরিকল্পনা নেই। বিয়ের জন্য পাত্র খুঁজছি।
মনের মতো কাউকে কি পেয়েছেন?
নাহ! সেভাবে মেলাতে পারছি না। এখন মনের মতো কাউকে পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। তবে এটা ঠিক মনের মতো কাউকে পেলেই বিয়ে করব।
Leave a Reply