বিদেশি তথা ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশের সংস্কৃতি এমনকি বিজ্ঞাপন শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এমন কথা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে মিডিয়াসংশ্লিষ্ট সবার মুখে। এর প্রতিকার নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে এ পর্যন্ত দেখা যায়নি কাউকে। এবার সে উদ্যোগ নিয়েছে ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)। গতকাল রাজধানীর কাওরান বাজারে ইমার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি রঞ্জন কুমার দত্ত ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান তারেক ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের এ আন্দোলনের ডাকে সাড়া দিয়েছে দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো। সেসঙ্গে উপস্থিত হয়েছেন সমাজের নানা ক্ষেত্রের বিভিন্ন বিশিষ্টজন এবং দেশীয় নাট্যাঙ্গনের একাধিক অভিনয়শিল্পীও। দেশীয় পণ্যের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচার হওয়ার ক্ষতিকারক দিক নিয়ে দীর্ঘদিন ধরেই নানান কথাবার্তা শোনা যাচ্ছিল। সে জায়গা থেকে ইমা ১১ দফা দাবি নিয়ে টেলিভিশন মিডিয়া সংশ্লিষ্ট সবাইকে সমবেত করেছে। এ দাবিগুলোর মধ্যে রয়েছে- দেশের টাকায় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ করা, তথ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশি চ্যানেলগুলো ১-২৫ এর মধ্যে প্রচার করা, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের নামে মুদ্রা পাচার বন্ধ করা, বিদেশি চ্যানেল বন্ধ করে বাঙালি সংস্কৃতি রক্ষা করা, বাংলাদেশের বিদেশি চ্যানেলের জন্য বিকল্প ফিড প্রচার করে বিজ্ঞাপন প্রচারের নামে প্রতারণা বন্ধ করা, বিজ্ঞাপনের বাজার সংকোচন হওয়া থেকে রক্ষা করা, সঠিক নীতিমালা প্রণয়ন, বহুজাতিক কোম্পানিগুলো একই সঙ্গে বাংলাদেশের চ্যানেল ও বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করছে। সেক্ষেত্রে বিদেশি চ্যানেলগুলোর সমপ্রচার বন্ধ করা, বিদেশি পণ্যের বিজ্ঞাপন দেশে নির্মাণের ব্যাপারে আইন প্রণয়ন, ডাবিং করা বিদেশি বিজ্ঞাপন চালানো বন্ধ করা, বাংলাদেশের
চ্যানেল ভারতে দেখাতে তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা পালন করা। এ মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন খ্যাতিমান অভিনেতা মামুনুর রশীদ, ড. এনামুল হক, এসকে ফিরোজসহ অনেকে।
Leave a Reply