পৌরসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বড় ধরনের বিপর্যয়ে পড়েছে বিগত জাতীয় নির্বাচন বর্জনকারী বিএনপি।
বুধবার সকাল ৮টায় দেশের ২৩৪টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেলে ৪টা পর্যন্ত।তবে অনিয়ম-সহিংসতার কারণে নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল করা হয়।
কেন্দ্র দখল, জালভোট, অনিয়ম, বর্জন ও সংঘর্ষের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ২৩৪টি পৌরসভায় ভোট হয়।রাত পৌনে ১২টা পর্যন্ত ১৫৭টি পৌরসভার বেসরকারি ফলাফল জানা গেছে।
এরমধ্যে আওয়ামী লীগ ১২৫টি পৌরসভায় বেসরকারিভাবে জয়লাভ করেছে। বিএনপি জয়লাভ করেছে ১১টি পৌরসভায়।আর ২০টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। স্বতন্ত্রদের মধ্যে জামায়াতের সমর্থক একজন মেয়র আছেন। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
প্রাপ্ত ১৫৭টি আসনের ফলাফলের মধ্যে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ১টি পৌরসভায় জয়লাভ করেছে।
এছাড়া ২৩৪টি পৌরসভার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ভোটের আগেই ৭টি পৌরসভায় জয় পেয়ে যায়।
Leave a Reply