প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবছর পাসের হার ৯৮.৫২ শতাংশ এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.১৩ শতাংশ।বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ দুই পরীক্ষার ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।তিনি জানান, এবছর প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮.৫২ শতাংশ। এতে উত্তীর্ণ হয়েছে ২৭ লাখ ৯৭ হাজার ২৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৭৭ হাজার ১৪৬ জন ছাত্র এবং ১৫ লাখ ২০ হাজার ১২৮ জন ছাত্রী।
মন্ত্রী জানান, এ পরীক্ষায় রাজশাহী বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯৯ শতাংশ এবং সবচেয়ে কম পাসের হার সিলেটে ৯৬.৭৯ শতাংশ।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, এ বছর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.১৩ শতাংশ। এতে ২ লাখ ৬৪ হাজার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ৫১ হাজার ২৬৬ জন।
তিনি জানান, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করা ছাত্রের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৪২৫ জন এবং ছাত্রীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৮৪১ জন। এতে জিপি-৫ পেয়েছে ৫ হাজার ৪৭৩ জন। এ পরীক্ষায় ছাত্ররা এগিয়ে রয়েছে।
মন্ত্রী জানান, ইবতেদায়ী পরীক্ষায় এ বছর পাসের হার সর্বোচ্চ রাজশাহী বোর্ডে ৯৭.৮৮ শতাংশ এবং সর্বনিন্ম পাসের হার সিলেটে ৯০.০১ শতাংশ।
Leave a Reply