সিলেটে আইনজীবি সহকারীদের লেখা দলিল সম্পাদনে বাঁধা ও হামলার প্রতিবাদে এবং সিলেট সদর সাবরেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত্ জেলা রেজিস্ট্রার প্রভাকর সাহা এবং তার অফিস সহকারী আব্দুর রব-এর অপসারণ দাবিতে মানববন্ধন পালন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট জজকোর্টের সামনের রাস্তায় মানববন্ধন করেন সিলেট জেলা আইনজীবি সহকারী সমিতির সদস্যরা।
মানববন্ধন কালে বক্তারা বলেন, আইনজীবি সহকারীদের দলিল সম্পাদন (মুসাবিদা) করার অধিকার আদালত কর্তৃক স্বীকৃত থাকা সত্বেও সিলেট জেলা ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রভাকর সাহা অন্যায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছেন। চাহিত ঘুষের টাকা না দিলে তিনি আইনজীবি সহকারীদের দলিল রেজিস্ট্রি করতে বিরত থাকেন, এমনকি আইনজীবি সহাকারীদের সাথে অসদাচরণ করে থাকেন।
বক্তারা আভিযোগ করেন, দলিল লেখক সমিতি সদস্যদের দ্বারা প্ররোচিত হয়েই তিনি এ আচরণ করেন। দলিল লেখক সমিতির মাধ্যমে ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার ও তার সহকারী আব্দুর রব দলিলে ফি বহির্ভূত অতিরিক্ত কয়েকগুন বেশী টাকা ঘুষ গ্রহণ করে দলিল রেজিস্ট্রি করে থাকেন। মানববন্ধনে আইনজীবি সহকারীরা আরো অভিযোগ করেন, যেখানে হেবা দলিলে স্ট্যাম্প ও ফি ৮শ’ টাকা এবং আমমোক্তার দলিলে স্ট্যাম্প ও ফি ১হাজার ৫৫০টাকা, সেখানে দলিল লেখক ও অফিস সহকারীর মাধ্যমে মানুষকে জিম্মি করে হাজার ও লাখ লাখ টাকা আদায় করে থাকেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার। বক্তারা অভিযোগ করেন, গত ১৭ ফেব্রুয়ারি একজন আইজীবি সহকারী মুসাবিদা দলিল নিয়ে সাবরেজিস্ট্রার প্রভাকর সাহার কাছে গেলে তিনি তা রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানান। তখন তার সহকারী আব্দুর রব ওই আইনজীবি সহকারীকে একটি কক্ষে আটকে রেখে ২০ হাজার টাকা দাবি করেন এবং দলিল লেখক সমিতির সন্ত্রাসীরা তাকে মারপিট করে গুরুতর আহত করে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সিলেট জেলার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রভাকর সাহা ও তার অফিস সহকারী আব্দুর রব-এর অপসারন ও শাস্তি দাবি করেন।
এ দাবিতে তারা এর আগে সিলেটের জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপিও দিয়েছেন বলে জানান।
সিলেট জেলা আইজীবি সহকারী সমিতির সভাপতি দিলীপ চন্দ্র দেব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. নাজমুল হোসেন খান, মো. দিলাজ আহমদ, শাকিল আহমদ, মো. নিজাম উদ্দিন, প্রনয় চক্রবর্তী পুলক, মো.ফখরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা, মো. নূরুল হক নাহিদ, মো. ইমাদ হোসেন, মো.আবুল হোসেন, শেখ হাসানুজ্জামান, মঈন উদ্দিন, আতাউর রহমান চৌধুরী রুবেল ও দেবেশ দাশ প্রমূখ।
Leave a Reply