বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহমান্য হাইকোর্ট কে অবমাননাকারী সিলেট সদর সাব রেজিষ্ট্রার ও ভারপ্রাপ্ত জেলা রেজিষ্ট্রার প্রভাকর সাহার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা ও সাব রেজিষ্ট্রার অফিসের কেরানী আং রব এর ঘোষ দুর্নীতি বন্ধ ও সন্ত্রাসি দলিল লেখকদের গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জজ কোর্ট প্রাঙ্গনে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার সভাপতি শ্রী দিলীপ চন্দ্র দেব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন আফাজ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্যকারী সাব রেজিষ্ট্রারকে শাস্তির আওতায় এনে ও সাব রেজিষ্ট্রার সহ অফিসের কেরানী আং রব এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ঘোষ দুর্নীতি বন্ধ ও অভিলম্বে সন্ত্রাসী দলিল লেখকদের গ্রেফতারের দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন সাব রেজিষ্ট্রার প্রভাকর সাহার কেরানী আং রব ও সন্ত্রাসী দলিল লেখকদের অন্যায় আবদার দুর্নীতি ও ঘোষ বাণিজ্যের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে।
যেখানে একটি সাফ কাবালা দলিল সিটি কর্পোরেশন এলাকা সর্বোচ্চ ১০% ও সিটি কর্পোরেশন এর বাহিরে সর্বোচ্চ ৯% সেখানে সাধারণ মানুষ কে বাধ্য হয়ে ২ থেকে ৩ গুণ টাকা দিতে হয়। একটি হেবা ঘোষনা পত্র হেবা দলিলে ষ্ট্যাম্প ও ফিস মাত্র ৮০০ টাকা একটি আমমোক্তার নামা দলিল ১ হাজার ৫ শত ৫০ টাকা সেখানে সাধারণ মানুষ কে জিম্মি করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ঐ সন্ত্রাসী দলিল লেখক চক্র। তাই আইনজীবী সহকারীগণ সঠিক ফিসের মাধ্যমে আইনগত ভাবে মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক দলিল রেজিষ্ট্রারী করতে গেলে সাব রেজিষ্ট্রার দলিল না করে অফিসের কেরানী ও সন্ত্রাসী দলিল লেখকরা আইনজীবী সহকারীদের সাথে অন্যায় ও সন্ত্রাসী পন্থায় হামলা সহ জান মালের ওপর হামলা করেছে। তাই আইন সম্মতভাবে আইনজীবী সহকারীগণকে জিম্মির হাত থেকে রক্ষা করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো: নজমুল হোসেন খাঁন, মো: দিলাজ আহমদ, জিয়াউর রহমান, শাকিল আহমদ, মো: নিজাম উদ্দিন, প্রণয় চক্রবর্ত্তী পুলক, মো: গোলাম মোস্তফা, মো: রকিব আলী খাঁন, মো: ছিদ্দিকুর রহমান, মো: ফখরুল ইসলাম, মো: নুরুল হক নাহিদ, মো: ইমাদ হোসেন, মো: আবুল হোসেন, শেখ হাসানুজ্জামান, মঈন উদ্দিন, আতাউর রহমান চৌধুরী রুকেল, আতিকুর রহমান আতিক, দিলীপ চন্দ্র কর, বিশ্বজিৎ তালুকদার, শামীম আহমদ, আব্দুল মোমিন, দেবেস দাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply