পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণের অনুষ্ঠানে যৌন হয়রানির অভিযোগে দায়েরকৃত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন। আদেশে আগামী ২৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পুলিশের তদন্তে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। শাহবাগ থানা পুলিশ গত ডিসেম্বরে বিষয়টি নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
পরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২১ জানুয়ারি রাজধানীর চকবাজার থেকে মো. কামাল নামের একজনকে গ্রেফতার করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাশ মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন। এ বিষয়ে মঙ্গলবার শুনানি হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহমুদা আক্তার মামলাটি নতুন করে তদন্তের আবেদন জানান। তিনি আদালতকে বলেন, ‘পুলিশকে দিয়ে করালে তদন্ত সঠিক হবে না। এজন্য নতুন কোনো সংস্থাকে দিয়ে এটি তদন্ত করানো প্রয়োজন।’
গতবছর ১৪ এপ্রিল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর নির্যাতন চালায়। প্রথমে পুলিশ ঘটনাটি এড়াতে চাইলেও বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের দাবি এবং উচ্চ আদালতের নির্দেশে মামলা করে।
ওই বছরের ১৭ মে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও থেকে আট নিপীড়কের ছবি পাওয়ার কথা জানান পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন তিনি।
Leave a Reply