ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘সাংবাদিকদের প্রধান দায়িত্বের মধ্যে একটি হচ্ছে সত্য প্রকাশ করা। সত্য বলার চেয়ে বড় আইন সাংবাদিকতায় নেই। তাই সত্যের পক্ষে সাংবাদিকদের শক্ত অবস্থান নিতে হবে।’
বুধবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ঢাবি উপাচার্য আরো বলেন, ‘সাংবাদিকতা সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা। অন্য পেশা থেকে বেশি ঝুঁকিপূর্ণ। সংবাদকর্মীদের নিয়মিতই হুমকি-ধামকি, নির্যাতনের শিকার হতে হয়। কিন্তু তারপরও দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেষ্ট থাকতে হবে। সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে আর মিথ্যাকে বর্জন করতে হবে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক তানভীর আহমদ, আকতার জাহান, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আ আ ম স আরেফিন সিদ্দিকের জীবনালেখ্য পাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান।
Leave a Reply