এ বার কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপি-র প্রার্থী হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত? বুধবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরুর আগে বিজেপি-র তরফেই উস্কে দেওয়া হয় এই জল্পনা। রটিয়ে দেওয়া হয়, এ বার বিজেপি-র প্রার্থী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে ঋতুপর্ণার। যদিও ঋতুপর্ণার সঙ্গে পরে যোগাযোগ করা হলে তিনি গোটা বিষয়টিই উড়িয়ে দেন।
দিল্লিতে বুধবার বিজেপি-র কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হওয়ার আগে ঋতুপর্ণার নামটি নিয়ে ফিসফাস শুরু হয়ে যায়। গত বারও ঋতুপর্ণাকে প্রার্থী করার জন্য বিজেপি-র তরফে জোর চেষ্টা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত ঋতুপর্ণা গত বিধানসভা ভোটে বিজেপি-র প্রার্থী হননি। বিজেপি-রই একটি সূত্রের দাবি, ঋতুপর্ণার এ বার প্রার্থী হওয়ার সম্ভাবনা যথেষ্টই জোরালো।
মূলত, ‘তারা’দের সামনে রেখেই এ বার পশ্চিমবঙ্গে ভোটের বাজারে সাড়া ফেলতে চাইছে বিজেপি!
আর সে ক্ষেত্রে বিজেপি-র অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে নেতাজির পরিবারই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র বসুকে প্রার্থী করছে বিজেপি।
Leave a Reply