বিচারকদের অপসারণের বিধান সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বৈধতা নিয়ে করা রিটের রায় আগামী ৫ মে ঘোষণা করা হবে।
সুপ্রিম কোর্টের নয় আইনজীবীর করা রিট আবেদনে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।
বৃহস্পতিবার আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। এতে উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনা হয়। বিলটি পাসের পর একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর হাইকোর্টে এই রিট আবেদন হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সংবিধানের ষোড়শ সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।
গতবছরের ২১ মে ওই রুলের ওপর শুনানি শুরু হয়। ওই দিন এ বিষয়ে অ্যামিকাস কিউরি হিসেবে পাঁচজন জ্যেষ্ঠ আইনজীবীর মতামত নেওয়ার সিদ্ধান্ত নেন আদালত। তারা হলেন- ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি।
বৃহস্পতিবার সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চ রায়ের দিন ধার্য করেছেন।
Leave a Reply