ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় রাজধানীর বনানী থানার তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় পোল্যান্ডের নাগরিক পিটার শজেপ্যান মাজুরেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জবানবন্দি প্রদান শেষে রাজধানীর গুলশান থানা করা জালিয়াতির আরেক মামলায় তাকে পাঁচদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
বনানী থানায় দায়ের হওয়া তথ্য-প্রযুক্তি আইনের মামলায় পিটারকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ মার্চ তৃতীয় দফায় চারদিন রিমান্ড মঞ্জুর করা হয়। ওই রিমান্ডে থাকাকালে পিটার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে হাজির করা হয়। পরে ওই আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এদিকে গুলশান থানার মামলায় পিটারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর গুলশান, বনানী ও মিরপুরের কালশি এলাকায় বেসরকারি ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরি ও পরবর্তী সময়ে কার্ড ক্লোন করে গ্রাহকদের অজান্তে টাকা উত্তোলনের ঘটনা ঘটে। ১২ ফেব্রুয়ারি জানাজানি হলে ওই ঘটনায় বনানী ও পল্লবী থানায় মামলা হয়।
এছাড়া এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কর্তৃপক্ষ জালিয়াতির অভিযোগে রাজধানীর গুলশান থানায় একটি মামলা করে।
এরপর গত ২১ ফেব্রুয়ারি রাতে পিটারসহ চারজনকে ঢাকার গুলশান এলাকা থেকে আটকের পরদিন তথ্য প্রযুক্তি আইনে তাদের গ্রেফতার দেখানো হয়।
অপর তিনজন হলেন— সিটি ব্যাংকের তিন কর্মকর্তা মোকসেদ আল মাকসুদ, রেজাউল করিম ও রেফাত আহমেদ ওরফে রনি। তারা সবাই কারাগারে আছেন।
Leave a Reply