বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রণালয়ে নিজ কক্ষে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
মুহিত বলেন, ‘ডেফিনেটলি দেয়ার উড বি চেইঞ্জেস। এতো বড় একটা সিরিয়াস ব্যাপার। আই টেক ইট ভেরি সিরিয়াসলি।’
এখন বিদেশে থাকা গভর্নর আতিউর রহমানের ফেরার অপেক্ষায় রয়েছেন বলে জানান অর্থমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনা ঘটে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে; বিষয়টি জানাজানি হয় ৭ মার্চ সমকালে প্রতিবেদন প্রকাশের পর। ফিলিপাইনের ডেইলি ইনকোয়ারারে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন (৮ কোটি ১০ লাখ) ডলার লোপাটের খবর প্রকাশিত হয় গত ২৯ ফেব্রুয়ারি।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ ফেব্রুয়ারি সুইফট মেসেজিং সিস্টেমে হ্যাংকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের অর্থ ফিলিপিন্সের একটি ব্যাংকে সরিয়ে ফেলা হয়। শ্রীলঙ্কার একটি ব্যাংকে আরও ২০ মিলিয়ন ডলার সরানো হলেও ভুল বানানের কারণে সন্দেহের পরিপ্রেক্ষিতে শেষ মুহূর্তে তা আটকে যায়।
এ প্রসঙ্গে রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টা দুই মাস আগে ঘটলেও আমাকে জানানো হয়নি। এটি বাংলাদেশ ব্যাংকের এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। পুরো বিষয়টি নিয়ে আমি খুবই অখুশি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অদক্ষ ব্যবস্থাপনার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই একটি বিবৃতি দেব। এটি (বিবৃতি) অবশ্যই আজ অথবা আগামীকালের মধ্যেই হবে।’
Leave a Reply