রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মাথা উঁচু করে বীরের বেশে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর ড. আতিউর রহমান।
তিনি দাবি করেছেন, তার (ড. আতিউর) পদত্যাগপত্র তুলে দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখ দিয়ে পানি পড়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর গুলশানে গর্ভনরের সরকারি বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন ড. আতিউর।
তিনি বলেন, ‘আমি তৃপ্তির সঙ্গে, বীরের বেশে মাথা উঁচু করে চলে যাচ্ছি। আমি চাইনি আমার প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক নিয়ে কোনো বিতর্ক হোক, আমি চাইনি বাংলাদেশের কোনো ভাবমূর্তির সমস্যা হোক, আমি চাইনি আমার প্রধানমন্ত্রীর কোনো বিতর্ক হোক; সেজন্যে আমি স্বেচ্ছায়, মোর্যাল রেসপন্সিবিলিটি নিয়ে আমি পদত্যাগ করেছি।’
‘প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন। তার হাতেই আমি পদত্যাগপত্র দিয়েছি। তার চোখ দিয়ে পানি পড়েছে। তিনি বলেছেন, বাংলাদেশে এমন সংস্কৃতি নেই’ যোগ করেন বিদায়ী গভর্নর।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে।
এ ঘটনা এক মাসেরও বেশি সময় ধরে গোপন রাখা নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বিতর্কের জের ধরে পদত্যাগ করে সরে যেতে হয় ড. আতিউরকে।
পদত্যাগের প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সাংবাদিকদের সামনে আসেন তিনি। এতে রিজার্ভের অর্থ চুরির ঘটনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক, তার প্রতি কৃতজ্ঞতা এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে নিজের অবদানের কথা তুলে ধরেন তিনি। –
Leave a Reply