রিজার্ভ কেলেংকারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে দাঁড়ানোর পর পুরনো কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন ড. আতিউর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে বুধবার তিনি যোগদান করেন বলে জানান বিভাগের চেয়ারম্যান ড. আবু ইউসুফ।
২০০৬ সালে এই বিভাগে অধ্যাপনা শুরু করেন ড. আতিউর। তিন বছর পর ডেপুটেশনে গিয়ে গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের পর ২ অগাস্ট তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল। এরপর আবারও শিক্ষকতায় ফিরে যাওয়ার কথা ছিল তার।
তবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মেয়াদ শেষের আগেই পদ থেকে সরে দাঁড়ান তিনি।
Leave a Reply