বিশ্বের সুখী মানুষের তালিকায় ভারতীয়দের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশীরা। ২০১৬ সালের জাতিসংঘের বৈশ্বিক সুখী সূচকে এ তথ্য উঠে এসেছে।
চলতি বছর সুইজারল্যান্ডকে টপকে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষস্থান দখল করেছে ডেনমার্ক। সবচেয়ে অসুখী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি।
বুধবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক অ্যান্ড দ্য আর্থ ইন্সটিটিউটের প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের উদ্যোগে ২০১২ সাল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশে মানুষের বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা, মাথাপিছু মোট দেশজ উৎপাদন ও গড় আয়ুর ওপর ভিত্তি করে সুখী এবং অসুখী দেশের তালিকা তৈরি করে।
এ বছর ১৫৭টি দেশের ওপর তালিকা তৈরি করা হয়েছে। এতে ভারতের অবস্থান ১১৮, বাংলাদেশ ১১০।
জরিপে দেখানো হয়েছে, যেসব দেশে বৈষম্য বা ভেদাভেদ কম, সেখানকার মানুষ বেশি আনন্দে থাকে। বিশেষ করে যেসব দেশে সামাজিক সহায়তা বেশি, বিপদে সমাজ বা রাষ্ট্রের সহায়তা পাওয়া যায়, সেসব দেশের নাগরিকরাই বেশি সুখী।
Leave a Reply