মেহেরপুরে শ্যালোচালিত একটি যান ও পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষে চার যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা পিকনিক বাসে আগুন দেয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর মুজিবনগর সড়কের চকশ্যামনগরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তুফান (৪০), নজরুল (৩৫), টুকু (৩৫) ও আনিস (৪৩)।
মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম জানান, নিহতরা সবাই যুবলীগের কর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগ এক সমাবেশ আয়োজন করে। সমাবেশ শেষে স্থানীয়ভাবে পরিচিত শ্যালোচালিত ‘আলমসাধু’ চেপে ১৫ যুবলীগ কর্মী মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ফিরছিল। এ সময় মুজিবনগরে আম্রকাননে আসা একটি পিকনিক বাসের সঙ্গে আলমসাধুর সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে আরও তিনজন মারা যান। আহত ১১ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে কুষ্টিয়া ও রাজশাহীতে পাঠানো হয়। দুর্ঘটনার পর বিক্ষব্ধ জনতা পিকনিক বাসে আগুন ধরিয়ে দেয়। তবে বাসের যাত্রীরা হতাহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Leave a Reply