মাত্র ২৩ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুর রহস্যের কিনারা এখনও হয়নি। আত্মহত্যা না অন্য কোনওভাবে মৃত্যু তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। রোজ রোজ প্রত্যুষার মৃত্যু ঘিরে বেরিয়ে আসতে থাকা তথ্য আরও অবাক করা। এরমধ্যেই ‘বালিকা বধূ’ খ্যাত প্রত্যুষার মৃত্যুর যে প্রভাব বুধবার দেখা গেল তা সব কিছুকে ছাড়িয়ে গেছে।
এনডিটিভি জানিয়েছে, ২৬ বছরের গৃহবধূ মধূ মহানন্দের খুবই পছন্দের চরিত্র ছিল ‘আনন্দী’। নিয়মিত দর্শক ছিলেন ‘বালিকা বধূ’র। কিন্তু প্রত্যুষ্যার হঠাৎ মৃত্যুর খবর তিনি ভেঙ্গে পড়েন। সারাদিন টিভিতে শুধু প্রত্যুষ্যার খবরই দেখতেন। এরপর বুধবার সন্ধ্যায় হঠাৎ মধু নিজের দু’বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে মধুর স্বামী মুকুল ঘরে ফিরে এসে স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন। পুলিশ মধুর স্বামীকে আটক করলেও আত্মহত্যার কারণ জানানোর পর ছেড়ে দেয়। মধুর মা-বাবা জানান, টিভিতে ‘আনন্দী’ চরিত্রে প্রভাবিত ছিল তাদের মেয়ে। প্রত্যুষার মৃত্যু সহ্য করতে পারেনি সে।
গত ১ এপ্রিল মুম্বাইতে নিজের বাড়িতে প্রত্যুষাকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। ঝাড়খণ্ডের মেয়ে প্রত্যুষা ‘বালিকা বধূ’ সিরিয়ালে ‘আনন্দী’ চরিত্রের জন্য ভারতীয় দর্শকদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন।
Leave a Reply