বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে বাংলাদেশী বংশোদ্ভূত লেবার পার্টির এমপি রুশনারা আলীর নাম ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ঢাকার ব্রিটিশ হাইকমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের গুরুত্ব বিবেচনা করেই তাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাজ্য ২০১২ সাল থেকে ক্রস পার্টি বাণিজ্য দূত কার্যক্রম চালু করে। দেশটি যে সব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে চায়, সেই দেশগুলোতে তারা ক্রস পার্টি বাণিজ্য দূত নিয়োগ দেয়। এই প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সঙ্গে সেই দেশের পরিচিত ব্যক্তিদের সংযুক্ত করা হয়।
রুশনারা আলীর নিয়োগ প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুততার সঙ্গে উন্নতি করছে। এখানে ব্রিটিশদের বিনিয়োগে ও বাংলাদেশের বাণিজ্য সুবিধা সৃষ্টিতে রুশনারা আলী অবদান রাখবেন।
এদিকে, নিয়োগ পাওয়ার পর রুশনারা আলী বলেন, ক্রস পার্টির সদস্য হিসেবে বাণিজ্য দূতের দায়িত্ব পাওয়াটা বেশ সম্মানজনক। আমি এই দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি। দুই দেশের ঐতিহাসিক বন্ধন আরও মজবুত করতে আমি চেষ্টা করব।
উল্লেখ্য, বাণিজ্য দূত হিসেবে বর্তমানে ৫০টি দেশের জন্য ২৪ জন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য কাজ করছেন।
সিলেটের বিশ্বনাথের মেয়ে রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। লন্ডনের ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসন থেকে টানা দুই মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।
Leave a Reply