কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রামের বাড়িতে গেছেন তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির (কুমিল্লা) পরিদর্শক গাজী মো.ইব্রাহিম। সোমবার দুপুরে মুরাদনগর উপজেলার মির্জাপুরে গ্রামে গিয়ে তনুর চাচাতো ভাই অষ্টম শ্রেণী পড়ূয়া মিনহাজের সঙ্গে তিনি কথা বলেন।
তনুর বাবা ইয়ার হোসেন বলেন, তনুর মৃত্যুর দিন মিনহাজ আমাদের বাসায় ছিলো। বাড়িতে গিয়ে তার সঙ্গে ওই কর্মকর্তা কথা বলেন। মামলার অগ্রগতি নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, এগুলো নিয়ে আর বি বলবো! মেয়েকে হারিয়েছি। মেয়ে হত্যার বিচার দেখে যেতে পারলে মনে শান্তি পেতাম। আমি আল্লাহর নিকট বিচার দিয়ে রেখেছি, আল্লাহ বিচার করবেন।
গত ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসে বাসার কাছেই তনুর মরদেহ উদ্ধার করেন তার বাবা ইয়ার হোসেন।
Leave a Reply