বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনার পর এবার হ্যাকার হামলার শিকার হয়েছে একটি বাণিজ্যিক ব্যাংক। সুইফটের মুখপাত্র নাতাশা টেরানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। বিশ্বব্যাপী ১১ হাজার ব্যাংকের সমন্বয়ে গঠিত বেলজিয়ামভিত্তিক সেবাদান প্রতিষ্ঠান সুইফট।
নাতাশা জানিয়েছেন, সাইবার হামলার শিকার এবারের ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।
তবে ব্যাংকের কোনো নাম জানাননি তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যাংক থেকে কোনো টাকা খোয়া গেছে কি না কিংবা গেলে তার পরিমাণ কতো- এসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর মেলেনি তাৎক্ষণিকভাবে।
গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনার পর সদস্য ব্যাংকগুলোকে সতর্ক করে সুইফট বলেছিল, বাংলাদেশের বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা নয়।
সুইফট বলছে, দ্বিতীয় ক্ষেত্রে হামলাকারীরা একটি ‘ট্রোজান পিডিএফ রিডার’ ব্যবহার করেছিল যাতে তাদের পিডিএফ রিপোর্ট নিপূণভাবে লুকাতে সাহায্য করে।
সুইফট এক বিবৃতিতে বলেছে, আক্রান্ত দ্বিতীয় ব্যাংকটির ক্ষেত্রেও দেখা গেছে, সুনির্দিষ্ট কাজ ও নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে হ্যাকাররা ভালো ধারণা রাখে। বাইরের হ্যাকারদের পাশাপাশি ব্যাংকের ভেতরের লোকও এতে জড়িত থাকতে পারে। সূত্র : রয়টার্স
Leave a Reply