জ্বালানি তেলের দাম কমার পরও বাস ভাড়া না কমায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি নিজেই অভিযোগ করেছেন, সরকারি কর্তৃপক্ষ বাস ভাড়ার যে তালিকা করেছে, তা বাস্তবতার নিরিখে হয়নি।
বুধবার রাজধানীর সায়েদাবাদে বাস ভাড়া নিয়ন্ত্রণ কার্যক্রম পরির্দশন করে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ডিজেলের দাম লিটারে ৩ টাকা কমায় গত ৩ মে সড়ক পরিবহন মন্ত্রণালয় দূরপাল্লার বাসে কিলোমিটারে ৩ পয়সা কমিয়ে ভাড়া পুনর্নির্ধারণ করে। গত ১৫ মে থেকে নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা ছিল। পরে ২০ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
কিন্তু সময় বাড়ানো হলেও ভাড়া কমেনি। এখনও আগের মতোই কিলোমিটারে ১ টাকা ৪৫ পয়সা ভাড়া আদায় করছেন মালিকরা।
এতে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে বাংলাদেশের কোথাও দূরত্ব ৩০০ কিলোমিটারের বেশি নয়। মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে কিলোমিটারে তিন পয়সা ভাড়া কমানো হয়েছে। এ হিসাবে সর্বোচ্চ নয় টাকা ভাড়া কমার কথা। ভাড়া কমানোর ব্যাপারে এত গড়িমসি কেন? ব্যবসা করতে গিয়ে কি জনস্বার্থ দেখব না? তিনি বলেন, বিআরটিএ ভাড়ার যে চার্ট করেছে তাতে কিছু ভুল আমি লক্ষ্য করেছি। আবারও মালিক-শ্রমিকদের সঙ্গে বসে ভাড়া সমন্বয় করতে হবে।
পরিবহন মালিকদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তেলের দাম বাড়ালেই বাস ভাড়া বাড়ে। তখন পুনর্নির্ধারিত ভাড়ার চেয়েও কম নয় বরং বেশি বাড়ে। আর তেলের দাম কমলেও ভাড়া কমানো হয় না। মালিকদের মানসিকতার পরিবর্তন করা দরকার
Leave a Reply