অবশেষে শাওনের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দুই পরিবারের উদ্যোগে রোববার এ সমঝোতায় আসেন তারা। বিকেল ৩টায় উত্তরার ৯ নম্বর সেক্টরে মাহির বাসভবনে উভয় পরিবারের লোকজনের উপস্থিতিতে সমঝোতার দলিলে স্বাক্ষর করেন মাহির বাবা আবু বকর ও শাওনের বাবা নজরুল ইসলাম। সাক্ষী হিসেবে ছিলেন শাওনের বড় চাচা আবুল হাশেম, ছোট চাচা মাহমুদুল হাসান। শর্ত অনুযায়ী, শাওনের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নেবেন মাহি। বিনিময়ে মাহির কোনো ক্ষতি না হয় বা তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না শাওন। মাহি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। শাওন একা এসব করেনি। তৃতীয় কোনো পক্ষ এসব কাজ করিয়েছে। তাই আমি চাই না, শাওন আর জেলে থাকুক। দ্রুতই আমি মামলাটি প্রত্যাহার করে নিচ্ছি।’ উল্লেখ্য, গত ২৫ মে সিলেটের ব্যবসায়ী ও কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহিয়া মাহির বিয়ে হয়। একদিন পরই শাহরিয়ার ইসলাম শাওন নিজেকে মাহির প্রথম স্বামী হিসেবে দাবি করেন এবং ফেসবুকে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন। এরপরই আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২৮ মে মাহি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে শাওনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বাসায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply