পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. শাহ্ জামান ওরফে রবিন (২৮) নামে একজনকে আটকের দাবি করা হয়েছে।
শনিবার সকালে চট্টগ্রামের মহানগরীর বায়েজিদ বোস্তামির থানার শীতলঝর্ণা এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। রবিন লাকশাম উপজেলার মো. শাহজাহানের ছেলে।
আটক রবিন ওই ব্যক্তি যিনি ঘটনার সময় মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। রবিন সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, আটক রবিন মিতু হত্যার মূল পরিকল্পনাকারী।
তিনি বলেন, টিভি ক্যামেরার ফুটেজের অপরাধীদের সঙ্গে তার চেহারার মিল আছে কিনা দেখা হচ্ছে। আগামীকাল রোববার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ জুন নগরীর জিইসি মোড়ে মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছেন।
Leave a Reply