প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের উন্নত দেশের মতো সরকারেরও বুলেট রেল ও পাতাল রেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং রাজশাহী রুটে ‘সিল্ক সিটি এক্সপ্রেস’ নামে দুটি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সারা দেশকে রেল যোগাযোগের আওতায় আনা হবেও জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫০টি ব্রডগেজ ও ১০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ এবং ভারতীয় ঋণ সহায়তায় ১২০টি যাত্রীবাহী কোচ রেলওয়েতে সংযোজিত হচ্ছে।
রেলের উন্নয়নে সরকারের অবদানের কথা তুলে ধরে তিনি জানান, তার সরকারের আমলে ৯৮টি নতুন ট্রেন চালু হয়েছে। ২৬টি ট্রেনের সেবা বাড়ানো হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী খিলগাঁও ফ্লাইওভারের ইউলুপ ও হাতিরঝিল ইউলুপের উদ্বোধন করেন। সেখানে রেলমন্ত্রী মুজিবুল হক ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজোর সিতাংশু চক্রবর্তী জানান, রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ যাত্রা শুরু করবে।
ট্রেনটি সকাল ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা করবে। দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছবে। বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছাবে।
এই ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে থামবে না বলেও জানান সিতাংশ চক্রবর্তী।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, সোনার বাংলায় রয়েছে দুটি এসি স্লিপিং চেয়ার, চারটি এসি চেয়ার, সাতটি শোভন চেয়ার, একটি খাবার গাড়ি ও একটি পাওয়ার কার।
প্রতিটি এসি চেয়ারে ৫৫টি, এসি স্লিপিংয়ে ৩৩টি, শোভন চেয়ার ৬০টিসহ ৭৪৬টি আসন রয়েছে। এসি স্লিপিং চেয়ার এক হাজার ২০০ টাকা, এসি চেয়ার ১ হাজার টাকা আর শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
Leave a Reply