স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চে অবৈধ বিদেশীদের তালিকা সংরক্ষিত রযেছে। অবৈধ বিদেশীদের সনাক্তকরণের জন্য প্রতিদিনই স্পেশাল ব্রাঞ্চসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অবৈধভাবে চাকুরিরত বিদেশীর সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে তিনি জানান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ১ লাখ ১১ হাজার ৫৭৫ জন বৈধ বিদেশী নাগরিক অবস্থান করছেন। বিদেশী নাগরিকদের মধ্যে ৯১০ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
জাতীয় পার্টির সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ২০ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিক অবস্থান করছেন। তারা সাধারণত এদেশে বিনিয়োগকারী হিসেবে রয়েছেন। বিভিন্ন সংস্থা-কারখানায় চাকুরীরত ও উন্নয়ন প্রকল্প বিদ্যুৎ সেক্টরে কর্মরত রয়েছেন।
এছাড়াও ভারতীয় নাগরিকরা চিকিৎসা সেবায় নিয়োজিত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে বলে জানান তিনি।
সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের গ্রেফতার করে দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার প্রদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে এক্সট্রেডিশন চুক্তি রয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেড নোটিশধারী পলাতক আসামি মো. সাজ্জাদ হোসেন ওরফে সাজ্জাদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ ওরফে মাসুদ মোল্লাকে দেশে ফেরত আনার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নূর হোসেনকে ইতিমধ্যে ভারত থেকে ফেরত আনা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান।
Leave a Reply