ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দুষ্কৃতকারী কর্তৃক ট্রাক চালিয়ে অন্তত ৮০ জন মানুষকে হত্যা করার ঘটনা শুধু অমানবিকই নয়, এটি কাপুরুষোচিত। যদিও এই ঘটনায় কোনো সংগঠন এখনও দায় স্বীকার করেনি, তবে ফ্রান্স সরকার এটিকে সন্ত্রাসী হামলা বলেই বিবেচনা করছে। এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় আমি তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। বিশ্বব্যাপী এই ধরনের নির্মম ও পৈশাচিক হামলা এখনই প্রতিরোধ করতে না পারলে সারা বিশ্বই হুমকির মুখে পড়বে। এ ধরনের হামলাকারীরা কাপুরুষ, তারা অন্যের স্বাধীন কর্মকাণ্ডকে শ্রদ্ধা করে না। তাই তারা মানুষ হত্যার হিংস্র উল্লাসে মেতে ওঠে। বিশ্বব্যাপী চলমান আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে চূড়ান্ত নির্মূল করতে না পারলে মানুষের সকল অর্জন সন্ত্রাসবাদেও ছোবলে নিশ্চিহ্ন হয়ে যাবে। খালেদা জিয়া বলেন, আমি এ নৃশংস ঘটনায় প্রকৃত দায়ী ও চক্রান্তকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ফ্রান্সে সংঘটিত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা বাংলাদেশের জনগণ এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। এই হৃদয়বিদারক ঘটনায় আমি ফ্রান্সের শোকাহত জনগণ ও সরকারকে সহমর্মিতা জানাচ্ছি। আশা করি ফ্রান্স সরকার এই দুঃসহ শোক কাটিয়ে উঠে অত্যন্ত সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে। ফ্রান্সের নিস শহরে বাস্তিল উৎসবে আগত মানুষের ওপর সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি। আহতদের আশু সুস্থতা কামনা করেন বিএনপি চেয়ারপারসন। আলাদা শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্মমতা, বর্বরতা, পৈশাচিকতা ও সন্ত্রাসবাদের ইতিহাসে এ ঘটনাটিও নজিরবিহীন ও কলঙ্কজনক। তিনি নিহতদের স্মরণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, দুষ্কৃতকারীরা মানবতা ও মানবজাতির শত্রু, এদের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের লেশমাত্র নেই। এরা সন্ত্রাসী হামলা ও মানুষ হত্যা করার পৈশাচিক খেলায় উন্মাদ হয়ে দেশে দেশে উন্নয়ন, অগ্রগতি ও স্বাধীনভাবে কাজ করার পথে বাধার প্রাচীর সৃষ্টি করছে। আর বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের এই মাত্রা দিনে দিনে বৃদ্ধি পেয়েই যাচ্ছে। যার নিষ্ঠুর বহিঃপ্রকাশ বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নিস শহরে দেখা গেল। এদের এখনই রুখে দিতে না পারলে মানবতা ও মানবজাতি যে চরম অস্তিত্ব সংকটে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। তিনি ফ্রান্সের শোকাহত জনগণ ও সরকারের প্রতি গভীরভাবে সহমর্মিতা প্রকাশ করেন। এদিকে একই ঘটনায় আলাদা শোকবার্তায় শোক ও নিন্দা প্রকাশ করেছে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী ও মহাসচিব মোস্তফা জামাল হায়দার।
Leave a Reply