কোনো জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরে এসে জঙ্গিদের সম্পর্কে তথ্য দিলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
এছাড়া যে কেউ জঙ্গিদের ব্যাপারে নিশ্চিত তথ্য দিলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।
বগুড়ায় জঙ্গিবিরোধী অভিযান শেষে সোমবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে র্যাব ডিজি এ ঘোষণা দেন।
তিনি বলেন, কোনো জঙ্গি যদি স্বাভাবিক জীবনে ফিরে এসে তার দল বা জঙ্গি কার্যক্রম সম্পর্কে তথ্য দেয় তাহলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।
এ সময় বেনজীর আহমেদ জানান, শোলাকিয়ায় হামলাকারী শফিউলসহ অন্যান্য স্থানে হামলাকারী জঙ্গিরা বগুড়ার সারিয়াকান্দির টেংরাকুয়ারা জঙ্গি ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে। জঙ্গিবিরোধী অভিযানে এই প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে।
এর আগে রোববার গভীর রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল চরে জঙ্গিবিরোধী অভিযান নামে যৌথবাহিনী।
এ বিশেষ অভিযানে ওইসব প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে। এ সময় জিহাদি বই, ধারালো অস্ত্র, ম্যাগজিন রাখার বেল্ট উদ্ধার করা হয়।
Leave a Reply